মোঃ মোকলেচুর রহমানঃ মানুষ মানুষের জন্য, মানবিক জীবন যাপনের সেবায় দাকোপ উপজেলা ব্লাডব্যাংক এগিয়ে। ১৬ জুন (রোজ সোমবার) দিন ব্যাপী দাকোপ উপজেলা ব্লাডব্যাংকের সকল নেতৃবৃন্দেকে অক্লান্ত পরিশ্রম করতে দেখা যায়। দাকোপের চালনা পৌরসভার রাস্তা ঘাটে পড়ে থাকা ভারসম্যহীন মানসিক রোগীদের সেবাই নিয়োজিত থাকে মানবিক সৈনিকেরা। দাকোপ উপজেলা ব্লাডব্যাংকের সৈনিকেরা রাস্তায় ঘুরাঘুরি করতে থাকা, আশেপাশে পড়ে থাকা মানুষের খুঁজে বের করে নতুন পোষাক ,খাবার, চিকিৎসা সেবাসহ তাদের প্রতি যত্নবান হন। এ বিষয় ব্লাডব্যাংকের এক সদস্য আলোর খবরকে জানান,দাকোপ উপজেলা ব্লাড ব্যাংক পরিবার চেষ্ঠা করে যাচ্ছে অসহায় মানুষের সেবা এবং দূঃখ কষ্ট দূরর্দশা দূর করতে। তিনি আরো বলেন, রক্ত দানের পাশাপাশি ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে ব্লাডব্যাংক মানবতার কল্যাণে সেবা প্রদান করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ (১৬ জুন) ভারসাম্যহীন মানুষের পরিষ্কার পরিছন্ন এবং চিকিৎসা ব্যাবস্থা করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ