সাংবাদিকদের জন্য জরুরী নির্দেশনাঃ–

সকল সম্মানিত সহকর্মী সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সারা দেশব্যাপী অপারেশন “ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা এবং সচেতনতা নিশ্চিত করতে নিচের নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার অতীব জরুরী ও দরকার।১। প্রেস আইডি কার্ডঃসর্বদা আপনার বৈধ প্রেস আইডি কার্ড সাথে রাখুন, এবং দৃশ্যমান স্থানে ধারণ করুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইডি কার্ড প্রদর্শন করুন।২। চিহ্নিত গাড়ি ব্যবহারঃসংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত গাড়িতে ‘PRESS’ লেখা স্পষ্টভাবে প্রদর্শন করুন। রাতের বেলায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গাড়ির হেডলাইটে “PRESS” সাইন প্রদর্শন নিশ্চিত করুন।৩। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা:যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে,সেখানে অযথা অবস্থান করা থেকে বিরত থাকুন।সংঘর্ষপূর্ণ বা অনিরাপদ স্থানে সংবাদ সংগ্রহের সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন।৪। লাইভ সম্প্রচার বা ছবি তোলাঃসরাসরি লাইভ সম্প্রচার বা ভিডিও ধারণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিন। বিশেষ নিরাপত্তা জোন বা সেনা মোতায়েনকৃত এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ এড়িয়ে চলুন।৫. যথাযথ পরিচয় ও আচরণঃসংবাদ সংগ্রহের সময় যথাযথ ভদ্রতা এবং পেশাদারিত্ব বজায় রাখুন। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজন ছাড়া তর্ক-বিতর্কে জড়াবেন না।৬। জরুরি যোগাযোগঃযে কোনো ধরনের জটিল পরিস্থিতিতে আপনার প্রতিষ্ঠানের অফিস বা জাতীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে দ্রুত যোগাযোগ করুন। বিপদের সময় নিকটস্থ সহকর্মীদের অবস্থান সম্পর্কে জানিয়ে রাখুন।৭। ব্যক্তিগত নিরাপত্তাঃসাংবাদিকতার কাজে বের হওয়ার সময় পরিবারের কাউকে গন্তব্য জানিয়ে রাখুন। রাতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একা না গিয়ে সম্ভব হলে সহকর্মী নিয়ে যান।আপনাদের নিরাপত্তা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলুন এবং নিরাপদে থাকুন।

পোস্টটি শেয়ার করুনঃ