ডেস্ক রিপোর্টঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ ৭/৮ জনের নাম উল্লেখ পূর্বক দৈনিক খুলনা প্রতিদিন পত্রিকায় ২রা ফেব্রুয়ারী খুলনা থেকে প্রকাশিত শিরোনামে “ভূমিদস্যু ত্রাসে ৪নং সুরখালী ইউনিয়নবাসি আতংকিত”এমন শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,সাবেক মেম্বার মোঃ বাবুল হোসেন শেখসহ জালাল শেখ, মিন্টু শেখ, ইমদাদুল শেখ, বিল্টু শেখ, দাউদ শেখসহ আরো অনেকে। মোঃ বাবুল হোসেন শেখ তিনি দাবি করে বলেন, আমার নাম ও আমার ঘনিষ্ঠ আত্মীয়দের নাম উল্লেখ করে যে সংবাদ
সংবাদ প্রকাশিত হয়েছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি বলেন, আমি কোন দিন কোন অসামাজিক কর্ম কান্ডের সহিত জড়িত ছিলাম না। এবং কোন দিন এমন নজির নেই। আমি দীর্ঘ দিন ইউপি সদস্য হিসেবে সুনামের সহিত জনগণের সেবা করেছি। তিনি আরো বলেন, একটি মহল রাজনৈতিক কারণে আমার মান সম্মান ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ