ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপের বটবুনিয়ায় নতুন বাজারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ করেতে দেখা গেছে স্থানীয় প্রভাবশালী মহলের।দাকোপ উপজেলার ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া নতুন বাজার সংলগ্ন শিবসা নদীর অভিমুখে ছোট (খালের) নদীর চরে অবস্থিত এমন দৃশ্য বিদ্যমান। বটবুনিয়া মেইন বাজার স্লুইস গেট সংলগ্ন নদীর চরে নিষেধাজ্ঞা অমান্য করে বটবুনিয়ার বাসিন্দা প্রভাবশালী মহলের দাপটে ও ক্ষমতায় আবুল কাশেম নামের এক ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে।এ বিষয় বার বার মৌখিক ও লিখিত অভিযোগ হলেও কোন অবস্থায় কারো নিষেধ বারন শুনছে না বলে জানা যায়। একটি সুত্রে আরো জানা যায়, দাকোপ উপজেলা ভূমি সহকারী কমিশনার কার্যলায় ও ইউনিয়ন ভূমি তহশিল অফিসে অভিযোগ হয়। এবং তাৎক্ষণিক দাকোপ উপজেলা সার্ভেয়ার আক্তারুজ্জামান সাহেব ও ইউনিয়ন ভূমি তহশিল অফিসের নায়েব মোঃ শাকিল আহমেদ আবুল কাশেম সাহেবকে ঘরনির্মান কাজে বিরত থাকার জন্য বলেন। এবং সেই সাথে পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি অবগত করেন।এ বিষয় আবুল কাশেম মুঠো ফোনে আলোর খবরকে জানান, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। আমি আমার জায়গার উপর ঘরনির্মাণ কাজ করছি। তিনি আরো বলেন,পাশে আমার আরো ৭-৮টি ঘরের কাজ প্রায় শেষ করেছি।এখন আরো কয়কটি ঘরের কাজ চলমান। সর্ব শেষ আবুল কাশেম সাহেবের বক্তব্য নিয়ে দাকোপ উপজেলা ভূমি কমিশন সার্ভেয়ার সাহেব ও ইউনিয়ন ভূমি তহশিল অফিসের মুটোফোনে করা হলে জানা যায়,ঘর নির্মান কাজ বন্ধ করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদেশ বহাল থাকবে। তাছাড়া ওই মৌজার খতিয়ানের পুরো জমি দ্রুত মাপ হবে।এবং সেই সাথে ব্যক্তিমালিকানা ও সরকারী জমি সহজে বেরিয়ে আসবে।তারপরও যদি ঘর নির্মান কাজ করে তাহলে আপনারা মৌখিক ভাবে নিষেধ করেন। এবং আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন।

পোস্টটি শেয়ার করুনঃ