**একটি বিশেষ ঘোষণা**
বহিষ্কার পত্রঃ—
আলোর খবরের নিজস্ব প্রতিনিধি মোঃ কামরুল ইসলামকে সমায়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। আলোর খবরের নিয়ম নীতি ভঙ্গ করার অপরাধে তাকে এ বরিষ্কার পত্র প্রদান করা হলো। সে কোথাও আলোর খবরের প্রতিনিধি বা আলোর খবরের পরিচয় প্রদান করলে। অযোগ্য বলে বিবেচিত হবে।আজ ইং ৫ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার ২০২৪ তারিখ হইতে আলোর খবরের সাথে তার আর কোন সম্পর্ক রইলো না। আলোর খবরের বিষয় কারো সাথে লেনদেন করতে চাইলে সে বিষয় সকলকে সতর্ক থাকার অনুরোধ রইলো।

নোটিশ প্রদান ও আদেশকর্মে
মোকলেছুর রহমান
প্রকাশক ও সম্পাদক
আলোর খবর
০১৭৩৮৪৪৩০৪২

পোস্টটি শেয়ার করুনঃ