আপডেটঃ অক্টোবর ১২, ২০২৩ | ৬:২৭
43 ভিউ
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলার উপর জরুরী সভা অনুষ্ঠিত
পৌর প্রতিনিধিঃ ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা হল রুম কক্ষে প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা সামনে রেখে এক জরুরী আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শ্রী পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য, খুলনা-১, আরো উপস্থিত ছিলেন, জনাব জয়দেব চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার, দাকোপ খুলনা, উপস্থিত ছিলেন, মুনসুর আলী খান, দাকোপ উপজেলা চেয়ারম্যান, এসিল্যান্ড মহাদোয় পাপিয়া সুলতানা দাকোপ খুলনা, অফিসার্স ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, দাকোপ থানা, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময়ে প্রশাসনের পক্ষে বক্তরা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের এটা একটি বড় ধর্মীয় উৎসব। এখানে কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি দেখা গেলে দাকোপের প্রশাসন ছাড় দিবে না। তাই সুন্দর সুষ্ঠভাবে সকলে আমরা মিলেমিশে পূজা উদযাপন করবো।