আপডেটঃ আগস্ট ১৮, ২০২৩ | ১১:৩৯
49 ভিউ
দুর্ভিক্ষ
***হাসিব গাজী***
চারিদিকে দুর্ভিক্ষ আজ!
বিশ্বাসের,ভক্তির আর ভালোবাসার
দুর্ভিক্ষ রুপ নিয়েছে মহামারীর আকার
চারিদিকে দুর্ভিক্ষ আজ !
চারিদিকে দুর্ভিক্ষ আজ !
ভদ্রবেশী চেহারাটা দেখছে সমাজ
মুখের জবানে রয়েছে মিথ্যার কারুকাজ
চারিদিকে দুর্ভিক্ষ আজ!
চারিদিকে দুর্ভিক্ষ আজ!
কুকুরের দখলে বিশ্বাসের হাতিয়ার
মানুষ অবিশ্বাসের দেয়াল টপকেছে বারংবার
চারিদিকে দুর্ভিক্ষ আজ!
চারিদিকে দুর্ভিক্ষ আজ!
মানুষের রুচি কি নিদারুণ সংকটে আজ
মুখ আর মুখোশের আড়ালে কতো কতো সাজ
চারিদিকে দুর্ভিক্ষ আজ!
চারিদিকে দুর্ভিক্ষ আজ!
আলাপনের ভাষা বলে যায় কে আপন
যতটা কুশল পরিচয় প্রথম আলাপণেই দেখান
চারিদিকে দুর্ভিক্ষ আজ।