সুতারখালী ইউনিয়ন বাসি জুলফিক্কার আলী জুলুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান!

***ডেস্ক রিপোর্ট ***সুতারখালী ইউনিয়নের নতুন প্রজন্মের সাহসী সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসি দেখতে চান জুলুকে।

দাকোপ উপজেলার সুন্দর বন ঘেঁষে সুতারখালী ৫নং ইউনিয়ন। এ ইউনিয়নের অধিকাংশ খেটে খাওয়া মানুষ। গরীব জেলে,নদীতে মাছ ধরে চলে সংসার। সবাই দিন মজুরী।

ইউনিয়ন ঘুরে দেখা যায়, মধ্যবিত্ত, ধনী খুব কম। অধিকাংশ গরীব অসহায় পরিবারের বসবাস। কিন্তু একটি বিষয় খেয়াল করলে দেখা গেল, মধ্য বিত্ত, ধনী, রাজনৈতিক দলের নেতা, সাবেক ইউপি সদস্য,জনপ্রতিনিধিদের প্রত্যেকের রয়েছে একটি করে বাড়ি চালনার বুকে।

এ এলাকার জনসাধারণের রাস্তা ঘাটে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বড় বড় দূর্যোগে হারিয়ে গেছে পুরাতন রাস্তা।

পরে বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ওয়াবপদা রাস্তা তৈরি হয়। কিন্তু, বিশাল রাস্তা হলেও, আজও কাঁদা মাটি নিয়ে ইউনিয়ন বাসির দুর্ভোগ।

দাকোপের অধিকাংশ জায়গায় সন্তোষজনক কাজ হলেও দাকোপ উপজেলার কামারখোলা বা দাকোপ খেওয়া ঘাট হইতে সুতারখালী ইউনিয়নের একদম শেষ। সুন্দর বনের কালাবগি পর্যন্ত হয়নি তেমন কোন উন্নয়ন মুলক কাজ। রয়েছে গেছে একটা টানা কাঁদা আর কাঁদা।

ইউনিয়ন বাসির অনেকের সাথে কথা বলে জানা যায়, একটু বৃষ্টি হলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। সকল গাড়িঘোড়া বন্ধ হয়ে পড়ে। এক মাত্র ট্রলার যোগে ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া বা আসা সম্ভব হয় না।

তাছাড়া কোন রোগী যদি জরুরী অবস্থায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়। তাও আবার এক মাত্র উপায় থাকে ট্রলার। অনেক সময় আবার রোগী পথে মারা যাওয়ার খবরও শোনা যায়।

এমতাবস্থায় সুতারখালী ইউনিয়নের উন্নয়নের স্বার্থে ইউনিয়ন বাসি নতুন মুখ দেখার অপেক্ষায়। ইউনিয়ন ঘুরে অনেকের সাথে কথা বলে জানা যায়,
জুলফিক্কার আলী জুলু ভাইয়ের আগামনের অপেক্ষায় সুতারখালী ইউনিয়ন বাসি।

পোস্টটি শেয়ার করুনঃ