আপডেটঃ আগস্ট ৯, ২০২৩ | ৫:১৩
52 ভিউ
দাকোপ থানা হেডকোয়ার্টার জামে মসজিদের আলোচনা সভা অনুষ্ঠিত
**পৌর প্রতিনিধি **
দাকোপ উপজেলা হেড কোয়াটার জামে মসজিদের মাসিকসভা অনুষ্ঠিত।
দাকোপ উপজেলা নব-নিযুক্ত নির্বাহী অফিসার মসজিদ কমিটির সভাপতি জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ইং ৯জুলাই রোজ বুধবার যোহর বাদ সময় দুপুর ২ টা ৪০ মিনিটে নির্বাহী কর্মকর্তার কার্যলায়ে উপস্হিত ছিলেন, দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির উপদেষ্টা জনাব মুনসুর আলী খান।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন, দাকোপ থানা অফিসার্স ইনচার্জ ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কুমার দত্ত উপস্থিত ছিলেন,
মসজিদের ইমাম মহাজ্জেন মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দ সদস্যগন।
উক্ত সভায় মসজিদের সকল সমস্যার বিষয় সমাধানের আলোকে আলোচনা সভা শেষ হয়।