দাকোপে বজ্রপাতে কৃষকের মৃত্যু
                                                        
                            আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৫ | ৭:০৯
                             25 ভিউ
                        
                    
                                            

মোকলেচুর রহমানঃ খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নে বিমান সরদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে ০৮ ওয়ার্ডের কিরন সরদারের পুত্র। জানা যায়,২ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক বেলা ১টা ৩০মিনিটে ২নং দাকোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিমান সরদার প্রতিদিনের ন্যায় আমন ধান রোপনের জন্য মাঠে কর্মরত ছিল। ওই সময় হঠাৎ হালকা বৃষ্টি আর বজ্রপাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দাকোপ থানা পুলিশ উপস্থিত ছিল।
                