দাকোপে ইটবালি বহনকারী ট্রলি উল্টে যুবকের মৃত্যু
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৫ | ৭:২৫
5 ভিউ


মোকলেচুর রহমানঃ খুলনার দাকোপ উপজেলার ৫নং সুতারখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর (ফরেষ্ট অফিস)সমুখে তেলিরকোনা নামক স্থানে অপূর্ব কুমার অপু’ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার কার্তিক চন্দ্রের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, অপূর্ব কুমার অপু সাপ্তাহিক হাট বুধবার তেলিরকোনা বাজারে যাওয়ার পথে ইটবালি বহনকারী ট্রলি উল্টে তার উপর পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপূর্ব কুমার অপু দাকোপ উপজেলা ব্লাডব্যাংকের নিয়মিত একজন রক্তযোদ্ধা। তার অকাল মৃত্যুতে দাকোপ উপজেলা ব্লাডব্যাংকের সকল সহযোদ্ধা গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ
