মোকলেচুর রহমানঃ খুলনার দাকোপ থানা এস আই মুরাদ প্রশংসায় ভাসছে। গত ১৮ নভেম্বর দাকোপ উপজেলার কৈলাশগন্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বড়বাড়ি নামক স্থান হইতে এক কিশোরী নিখোঁজ হয়। ওই দিন খুব ভোরে কিশোরী নিখোঁজ হলে নিকটতম আত্মীয় স্বজন ও সম্ভাব্য স্থান গুলোতে খোঁজে না পাওয়া গেলে। দাকোপ থানায় একখানা সাধারণ ডায়েরি করেন। সর্ব শেষ গত ২২ নভেম্বর তথ্য প্রযুক্তির মাধ্যমে দাকোপ থানা পুলিশ সাতক্ষীরা কলারোয়া থানার পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করেন। ওই সময় কিশোরী ভাষ্যমতে অপহরণের অভিযোগ উঠে আসে,তখন পাচারকারী চক্রের সদস্য সাতক্ষীরার, আসাশনি, কোদমন্ডার বাসিন্দা পলাতক বাপ্পি রায় (২৭) এর বাবা স্বপন কুমার রায় (৫৮)কে পুলিশ আটক করে। এঘটনায় কিশোরী জানান,১৮ নভেম্বর মঙ্গলবার ভোরে নিজ সাইকেল চড়ে আমি বাড়ি থেকে বের হই, কিছু দূর আসার পরে আমার সাইকেলের বার বার চেইনে সমস্যা হতে থাকে। তখন আমি একজনের সহযোগিতা নিয়ে স্থানীয় একটি ব্রিজের পাশে যাই। তারপর বাপ্পির সাথে যোগাযোগ করে সাতক্ষীরা কলারোয়া নামক স্থানে পৌছায়। বাপ্পির কথাবার্তা ও আচার-আচরণে চরম রহস্যের গন্ধ পাওয়া যায়। তখন আমি বুঝালম,সে আমাকে ভারতে পাচার করার উদ্দেশ্য নিয়ে এসেছে। সর্ব শেষ দাকোপ থানা পুলিশের সাহসী মানবিক দক্ষ অফিসার তথ্য প্রযুক্তির কৌশল অবলম্বন করে কিশোরীকে উদ্ধার করেন এবং জড়িত বাপ্পির বাবা স্বপন কুমার রায়(৫৮)কে অপহরণের অভিযোগে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ