খুলনা-১ আসনের সাবেক এমপি ননী গোপাল মন্ডলের পুত্র দীপ্ত গ্রেফতার
                                                        
                            আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫ | ১০:৫১
                             47 ভিউ
                        
                    
                                            
মোকলেচুর রহমানঃ সাবেক এমপি বাবু ননী গোপাল মন্ডলের পুত্র দীপ্ত মন্ডল গ্রেফতার।দাকোপ-বটিয়াঘাটা উপজেলার খুলনা-১আসনের সাবেক এমপি বাবু ননী গোপাল মন্ডলের পুত্র দীপ্ত মন্ডল(৩০) কে ভোমরা বর্ডার পুলিশ আটক করে দাকোপ থানা পুলিশে সোর্পদ করেছে। গত ১৩সেপ্টেম্বর দেশে প্রবেশ করার সময় ভোমরা বর্ডার পুলিশ তাকে আটক করে। গত ২৬ নভেম্বর ২০২৪ সালের নাশকতা মামলার আসামী সে। দাকোপ থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। দাকোপ থানা মামলা নং-৫। আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে ভারতে আত্মাগোপন নিয়েছিল।
                
