নিজস্ব প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী ২নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে জমির ধানের পাতা নষ্ট ও গরু পাতা খাওয়াকে কেন্দ্র করে এক নারী খুন হয়েছে। জানা যায় গুনারী গ্রামের বিষুপদ মন্ডলের স্ত্রী রেখা রানী মন্ডল (৪২) নামের এক মহিলা নাকে ও মাথায় আঘাত করে হত্যা করেছে স্থানীয় মিলন গোলদার। এ ঘটনায় দাকোপ জুড়ে শোকের মাতম ও খুনির বিচার চেয়ে আসামির ফাঁসির দাবি জানান।স্থানীয় ইউপি সদস্য মুরারী হালদার জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রেখা রানী মন্ডলের গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের আমন ধান ক্ষেতে প্রবেশ করে। ধানের পাতা নষ্ট করাসহ খাচ্ছিল। ওই সময় রেখা রানী তার গরুর বাছুর তাড়াতে গিয়ে,মিলন গোলদারের সাথে তুমুল তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মিলন গোলদার রেখা রানীকে মাটিতে চাপটে ধরে ও এলোপাতাড়ি ঘুষি, কিল, মারতে থাকে। ওই সময় রেখা রানীর আত্মাচিৎকারে স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনাস্থলে ছুটে যান স্ত্রীকে বাঁচাতে। ছুটে গিয়ে দেখেন তার স্ত্রীর নাক দিয়ে প্রচুর পরিমান রক্তক্ষরণ হচ্ছে। এবং অচেতন অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলেই স্ত্রী রেখার মৃত্যু ঘটে। স্বামী বিষ্ণুপদ চিৎকার করে কেঁদে প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারধর ও গুরুতর আহত জখম করে। বিষুপদ মন্ডলের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা রেখা রানীর মৃত্যু নিশিত করে স্থান ত্যাগ করে। এলাকাবাসি জানান,দীর্ঘদিন ধরে দু’পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।এ ঘটনার বিষয় দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম দুঃখ প্রকাশসহ তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যমে বলেন,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামি পলাতক রয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ