মোকলেচুর রহমান:সারাদেশে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন জারি হয়েছে। ইলিশ সম্পাদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল,মৎস্য অধিদপ্তরমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ইলিশ প্রজনন মৌসুমে বাংলা-১৯ আশ্বিন হতে ০৯কার্তিক ১৪৩২ পর্যন্ত/০৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২৫ মোট ২২ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ,বেচা কেনা এবং বিনিয়োগ করা যাবে না। পাশাপাশি স্ব স্ব উপজলার অধীনে মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ,কোস্ট গার্ড বিশেষ অভিযান অব্যাহত রাখবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে,এ নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে কঠিন আইননুক ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ