মোকলেচুর রহমানঃখুলনার দাকোপ উপজেলার ঢাংমারীর বাসিন্দা সুব্রতকে কুমির টেনে নিয়ে গেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সুন্দরবনের একটি ছোট খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সুব্রত দুপুরের পর খালে নেমেছিলেন। এসময় হঠাৎ কুমির তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়। সাথে থাকা সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।ঘটনার পর থেকে ট্রলার ও নৌকা নিয়ে স্থানীয়রা খুঁজতে থাকলেও রাত অবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বেঁচে আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুব্রতের সন্ধান ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ