সুন্দরবনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় দলিতের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মোকলেচুর রহমানঃ দাকোপ (খুলনা), ৩০ জুলাই রোজ বুধবার সময় সকাল ১১ টা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী সুন্দরবন এলাকার শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে “দলিত” সংস্থার উদ্যোগে বাস্তবায়িত “বাংলাদেশের সুন্দরবন এলাকায় বসবাসরত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ প্রকল্প” এর আওতায় ৩০ শে জুলাই বুধবার একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় ১১টি লার্নিং সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে মূল্যায়ন, কার্যক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় ও প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দাকোপ, খুলনা। তিনি বলেন, “এই প্রকল্প শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রান্তিক শিশুদের দ্বারে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এমন সহায়তা প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার নরেন যোসেফ বৈদ্য ও সোমনাথ সরকার, হিসাব বিভাগ, দলিত, খুলনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তম কুমার দাস, অডিট ম্যানেজার, দলিত খুলনা। সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার।প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন বিলাস আন্তনী গাইন, প্রজেক্ট অফিসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিপ্রা রায়, হেলথ মোবিলাইজার এবং শুভ সরকার, সোশ্যাল মোবিলাইজার।প্রশিক্ষণে অংশগ্রহণকারী লার্নিং সেন্টার প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা, চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কর্মশালার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা এবং কমিউনিটি পর্যায়ে শিশুদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা গৃহীত হয়।এ প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের দূর্গম এলাকায় শিশুদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছে “দলিত”।