
মোকলেচুর রহমানঃ দাকোপ থানার সাহসী মানবিক পুলিশ অফিসার এস আই নুর মোহাম্মদকে অক্টোবরের মাসের সেরা অফিসার হিসেবে সম্মাননা প্রদান। অক্টোবর/২০২৫ মাসের কর্মদক্ষতা বিবেচনায় মাননীয় পুলিশ সুপার মহোদয়, খুলনা জেলার নিকট থেকে পুরস্কার গ্রহন করে দাকোপ থানা পুলিশের মুখ উজ্জ্বল করে প্রশংসায় ভাসছে। এ অফিসার দাকোপ থানায় যোগদানের পর থেকে আন্তরিকতা ও সাহসীকতার সাথে তার দায়িত্ব পালন করে চলেছেন। তিনি সব সময় নিজের দায়িত্ব ও কর্মকে শ্রদ্ধার সাথে বড় মনে করে প্রতিটি কাজে নিজেকে নিয়োজিত রেখে দায়িত্ব পালনে প্রস্তুত।পুলিশ সুপার এর নিকট থেকে সম্মাননা পুরষ্কার পেয়ে বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা দাকোপ থানা অফিসার্স ইনচার্জ ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোর খবর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রকাশক ও সম্পাদক: মোকলেছুর রহমান| প্রধান নির্বাহী সম্পদক: মোঃ ওলি উল্লাহ বার্তা ইমেইল: alorkhabor@gmail.com অফিস ঠিকানাঃ খাটাইল বাজার, পানখালী, দাকোপ খুলনা। মোবাইল: ০১৭৩০ ৬৫৮ ৭৪৯
ইপেপার