মোঃ মোকলেচুর রহমানঃ দাকোপ উপজেলা চালনা নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব মাঝি আর নেই। দাকোপ উপজেলা সর্বস্তরের মানুষের মাঝে শোক। দাকোপ উপজেলা চালনা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোতালেব মাঝি (৮৫)৫আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,, তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মরহুম মোতালেব মাঝি দাকোপ রিপোর্টাস্ ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ রুমান আহমেদ এর, আই এফ আইসি ব্যাংক ম্যানেজার শিপন ও সেনাবাহিনীতে কর্মরত রিপনের পিতা। মরহুমের ইন্তেকালের খবরে আলোর খবর পরিবার গভীর শোকাহত ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যাপন করেন।পাশাপাশি দাকোপ উপজেলা সকল সাংবাদিক সংগঠন গভীরভাবে শোকাহত। এছাড়া চালনার সকল ব্যবসায়ীরা, সাধারণ মানুষ, সকল শ্রেণি পেশা মানুষের মাঝে গভীর শোকাহত বেদনার ছায়া উপলব্ধি করা যায়।সাংবাদিক রুমান আহমেদ বলেন, একজন সুনাম ধন্য বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আমার বাবা। আমি বাবার বড় ছেলে। আমার অন্যান্য ভাইয়ের কর্ম ব্যস্ততার কারণে পরিবার থেকে দুরে থাকতে। সব মিলে সেবা যত্ন সকল দায়িত্ব ছিল আমার। আমাদের থেকে সেবা যত্নের কোন কমতি ছিল না। তিনি দীর্ঘ অসুস্থতায় ভুগছিলেন,আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। মরহুমের জানাযার নামায যোহরবাদ দাকোপ উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। ওই সময় দাকোপ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দাকোপে সাংবাদিকবৃন্দ, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এবং চালনা গোড়কাটি করব স্থানে দাপন সম্পন্ন হয়।

পোস্টটি শেয়ার করুনঃ