
মোকলেচুর রহমানঃ দাকোপ-বটিয়াঘাটা খুলনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আমীর এজাজ খানের নির্বাচনীয় জনসভা জনসম্মুখে পরিনত হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহীদ মিনার চত্বরে অসিত কুমার সাহার সভাপতিত্বে ও শেখ মোজাফফর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব আমীর এজাজ খান বটিয়াঘাটা উপজেলাসহ দাকোপের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে। প্রিয় নেতার ভালো বাসায় মিছিলে মিছিলে শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়। শহদী মিনার চত্বর নারী পুরুষের উপস্থিতি দেখে আমীর এজাজ খান বলেন, আমি আপনাদের সাথে বিগত দিনেও ছিলাম এখনো আছি থাকবো। তিনি আরো, আমি জেলহাজত কেটে জীবন শেষ হয়ে গেছি, আমি মনে করি এবং আমার বিশ্বাস আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক দিবেন। প্রধান বক্তা আঃ মান্নান খান বলেন, আজ প্রমানিত হয়েছে শহদী মিনার চত্বরে কোন ভাড়া করো লোক আসিনি। অসিত কুমার সাহা বলেন, আজ হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান সকল ধর্মের লোকের জোয়ার, তিনি বলেন এটা শুধু ভালো বাসার প্রমান। শেখ মোজাফফর হোসেন বলেন, দাকোপ বটিয়াঘাটার মানুষ আবারও প্রমান করলো, আমীর এজাজ খান ছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে জয় লাভ করা সম্ভাব নয়। আজ শহীদ মিনার চত্বর কানায় কানায় পরিপূর্ণ। আমীর এজাজ খানের জনসভায় উপস্থিত সকলের নিকট জায়গা সল্পতার কারণে দুঃখ প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক: মোকলেছুর রহমান| প্রধান নির্বাহী সম্পদক: মোঃ ওলি উল্লাহ বার্তা ইমেইল: alorkhabor@gmail.com অফিস ঠিকানাঃ খাটাইল বাজার, পানখালী, দাকোপ খুলনা। মোবাইল: ০১৭৩০ ৬৫৮ ৭৪৯
ইপেপার