৬ অক্টোবর রোজ সোমবার আনুমানিক বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার খাটাইল গ্রামের মৃত দীলিপ বাগচীর পুত্র মিল্টন বাগচী (২৭) বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়দের প্রাথমিক ভাষ্য অনুযায়ী জানা যায়,দীলিপ পরিমাপ মিটার চার্জ করার সময় চকেটে লাইন দেওয়ার মহূর্তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এবং তাৎক্ষণিক দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে। এ খবর চারি দিকে ছড়িয়ে পড়লে দাকোপ থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনী প্রক্রিয়াধীন ছিল।

পোস্টটি শেয়ার করুনঃ