দাকোপে মেধাবীদের পুরষ্কার বিতরণ,আয়োজনে দাকোপ উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিস, সাইফুল ইসলাম


মোকলেচুর রহমানঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEIP)” এর ২০২২ ও ২৩ সালের অধীনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ২৮ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দে দাকোপ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ আয়োজক হিসেবে দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিশেষ ভুমিকা রাখতে দেখা যায়। ওই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ কামরুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা; জনাব গোবিন্দ চন্দ্র জোয়ারদার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি এলবিকে ডিগ্রী মহিলা কলেজ এবং জনাব মোঃ আসমত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, দাকোপ, খুলনা।এই স্কিমের মাধ্যমে গুণগত মান বৃদ্ধিতে সফল প্রতিষ্ঠানগুলোকে আর্থিক ও প্রশাসনিক স্বীকৃতি প্রদান করা হচ্ছে, যা ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, খুলনা।এ উপলক্ষে শিক্ষকদের অংশগ্রহণ, ছাত্রছাত্রীদের কৃতিত্ব এবং প্রতিষ্ঠানগুলোর অবদান তুলে ধরা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।