মোকলেচুর রহমানঃ দাকোপ উপজেলার বটবুনিয়া এলাকার মোঃ ফারুক শেখ (৪২) পিতা মোঃ সাত্তার শেখ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন— স্ত্রী রুমা বেগম (২৯) ও স্থানীয় ব্যাক্তি পুস্পেন সরকার (৪৮)-এর পরকীয়া সম্পর্কের কারণে তার সংসার ভেঙে গেছে।তিনি জানান, বিবাহের পর তাদের দাম্পত্য জীবনে এক পুত্রসন্তান জন্ম নেয়— নাম তাওসিন শেখ (৭)। কিন্তু, সংসার জীবনে স্থিতি আনতে না পারার পেছনে পুস্পেন সরকারের অনৈতিক সম্পর্কই প্রধান কারণ বলে দাবি করেন ফারুক শেখ। ফারুক শেখের বক্তব্যে অনুযায়ী, তিনি একাধিকবার পুস্পেন সরকারকে তার স্ত্রীকে বিরক্ত করা থেকে বিরত থাকতে সতর্ক করলেও তিনি শোনেননি। বরং ফোনে ও সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পর্ক বজায় রেখে তার পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করে আসছেন। অভিযোগে তিনি আরও বলেন, গত ৫ অক্টোবর বিকেল ৩টার দিকে তার স্ত্রী রুমা বেগম, তার মা লিপি বেগমের সহায়তায় বাড়ি থেকে স্বর্ণালংকার ও ব্যবহার্য্য জিনিসপত্র নিয়ে পিত্রালয়ে চলে যান এবং যাওয়ার সময় মিথ্যা মামলার হুমকি দেন।তিনি দাবি করেন, ঘটনার প্রমাণ হিসেবে মোবাইল কথোপকথনের রেকর্ড ও ভিডিও বটবুনিয়া ক্যাম্প ইনচার্জের নিকট জমা আছে। বর্তমানে তিনি তার অল্প বয়সী সন্তানকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছেন বলে জানান। ফারুক শেখ দাকোপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত সহায়তা কামনা করেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ