মোকলেচুর রহমানঃ দাকোপে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাকোপ উপজেলা শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে নৃশংসভাবে মানুষ হত্যার প্রতিবাদে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সদরের আছাচুয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের আমীর জি. এম. আক্তারুজ্জামান। সঞ্চালনা করেন প্রফেসর অহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল্লাহ, জেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য, খুলনা জেলা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু ইউসুফ, জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-১ আসনের সংসদ প্রার্থী।এছাড়াও উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম, মাওলানা বিল্লাল হোসাইন, মাওলানা ইমদাদুল হক, মো. আল-আমিন হোসেন, হাজী নজরুল, মো. নূর নবী সরদার ও মো. মেহেদী হাসান। প্রধান অতিথি প্রফেসর আব্দুল্লাহ বলেন, “২৮ অক্টোবর ২০০৬ সালে ঘটে যাওয়া ওই নারকীয় হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ন্যায়ের দাবিতে আমরা সে ঘটনার বিচার চাই। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিন করেন।

পোস্টটি শেয়ার করুনঃ