
মোকলেচুর রহমানঃ তোমরা কাউকে বলো না" তোমরা কাউকে বলো না,,,কিযে ভালো বাসি এতো ভালো বাসি তাই মনে লাগে ভয়,, এতো প্রেম ভাগ্য যদি না সহায়। প্রেম মানে না বাধা, প্রেম মানে ধর্ম বর্ণ রং আর হিতাহিত বোধ। সব মিলে জীবের প্রেম সাধন হোক। ১৮ নভেম্বর খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাতৃমন্দির (বড়বাড়ি নামক) ক্ষীরত মিস্ত্রির স্কুল পড়ুয়া কন্যা পরিবারের সদস্যদের খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে প্রেমিকের সাথে উধাও। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। চায়ের দোকানে দোকানে লোকসমাগমে আলোচনার এক হাসির হাস্যকরও বটে। কন্যার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের ন্যায়ে সারা দিনের কর্ম ব্যস্ততার পর রাতের খাবার খেয়ে ক্ষীরত মিস্ত্রি ও অন্যান্য পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। এর পূর্বে স্কুল পড়ুয়া কন্যা কৌশলে কোন এক সময় খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে প্রেমিকের সাথে পালিয়ে যায়। এ বিষয় দাকোপ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক: মোকলেছুর রহমান| প্রধান নির্বাহী সম্পদক: মোঃ ওলি উল্লাহ বার্তা ইমেইল: alorkhabor@gmail.com অফিস ঠিকানাঃ খাটাইল বাজার, পানখালী, দাকোপ খুলনা। মোবাইল: ০১৭৩০ ৬৫৮ ৭৪৯
ইপেপার