দাকোপে ইঞ্জিনভ্যানে কেড়ে নিলো অনিমেষের প্রাণ


মোকলেচুর রহমানঃদাকোপের খোনা গ্রামে অনিমেষ মন্ডলের বাড়িতে শোকের মাতম।২৪ আগষ্ট সকালে জীবিকার তাগিদে চালনার পর পোদ্দারগন্জ ঘাট নামক অবস্থান করে।মোটরসাইকেল রেখে এ দিক ওদিক ঘুরাঘুরির কোন এক সময় রাস্তা উপর দাড়িয়ে থাকা অবস্থায় পিচন দিক হইতে সজোরে ইন্জিন চালিত ভ্যান এসে ধাক্কা দেয় তাকে।বুকে ও মাথায় গুরুতর আঘাত অনুভব করে এবং তাৎক্ষণিক দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই সময় অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অনিমেষ মন্ডল (৩৭) মারা যায়। সে দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের খোনা গ্রামের মৃত প্রফুল্ল মন্ডলের পুত্র।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পোদ্দারগন্জ জাহাঙ্গীর হোসেনের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন অনিমেষ মন্ডল। ঠিক সেই মহূর্তে চালনা ভ্যান/রিক্সা চালক সমবায় সমিতির সদস্য আবু দাউদ ইঞ্জিন চালিত ভ্যান পিচন দিক হইতে আঘাত করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী প্রক্রিয়া চলছিল। অনিমেষ মন্ডলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।