মোকলেচুর রহমানঃ দাকোপ- বটিয়াঘাটা খুলনা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুল এর নির্বাচনীয় সমাবেশ সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ বটিয়াঘাটা খুলনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান পাপুল। ২৬ নভেম্বর বুধবার দুপুর ৩টায় বটিয়াঘাটা উপজেলা ও দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে চালনা এম এম কলেজ মাঠে নেতাকর্মীরা মিছিলে মিছিলে উপস্থিত হয়। এ নির্বাচনীয় সমাবেশ জিয়াউর রহমান পাপুলের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বৃহত্তম দাকোপের জনসমাগম ইতিহাস। প্রধান অতিথি বলেন, আমি যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি। তাহলে আগে দাকোপ বটিয়াঘাটা থেকে মাদকমুক্ত ও চাঁদাবাজি বন্ধ করবো। শাকিল আহমেদ দিলু বলেন,আজকের দাকোপের সমাবেশ জনগণ প্রমান করে দিলো জিয়াউর রহমান পাপুলের ভালো বাসা আছে। এছাড়া জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্যে জিয়াউর রহমান পাপুলকে ধানের শীষ থেকে মনোনয়ন দিয়ে দাকোপ-বটিয়াঘাটা খুলনা-১ আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।

পোস্টটি শেয়ার করুনঃ