মোকলেচুর রহমানঃ খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামী দোসরদের দিয়ে অবৈধ ও অগণতান্ত্রিকভাবে বিএনপির সার্চ কমিটি ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেনের নেতৃত্বে মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চালনা ডাকবাংলোয় পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য রাখেন চালনা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম গোলাম কাদের, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান টুকু, হাফিজুর রহমান, মাহাবুব মোল্লা, আশরাফ হোসেন গাজী ও শহিদুল ইসলাম মোল্লা।এছাড়াও বক্তব্য রাখেন মহিদুল খান, অরূপ সাহা, মাসুদ আহমেদ রানা, মানব মন্ডল, মোফাজ্জেল হোসেন শেখ, সবুর গাজী, শরিফুল ইসলাম গাজী, ইলিয়াস হোসেন, ইমরান হোসেন শাহাদাত, যুবদল সভাপতি দেলোয়ার হোসেন, জি এম রমজান, শ্রমিক দল সভাপতি মেসকাত মোল্লা, শহিদুল গাজী, মুজাহিদুল ইসলাম, গফুর শেখ, রাহাজান গাজী, নাঈম শেখ, মহিলা দলের জান্নাতুল ফেরদৌস, রিমা গাজী, আলেয়া বেগম, মুসলিমা বেগম, বিজন গোলদার, রিফাজ সরদার ও রিয়াজসহ আরও অনেকে।বক্তারা বলেন, আওয়ামী দোসরদের দিয়ে ঘোষিত অবৈধ সার্চ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

পোস্টটি শেয়ার করুনঃ