মোকলেচুর রহমানঃ খুলনার দাকোপ উপজেলায় চুনকুড়ি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ। জানা যায় (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চালনা চুনকুড়ি খেয়াঘাটের পাশে নদীর তীরে লাশটি দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক দাকোপ থানা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এবিষয় দাকোপ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী প্রক্রিয়াধীন ছিল।

 

পোস্টটি শেয়ার করুনঃ