
মোকলেচুর রহমানঃ দাকোপ উপজেলায় কর্মরত একাদিক কর্মচারী দীর্ঘ দিন একই স্থানে দায়িত্বে থেকে কর্মজীবিকা চালিয়ে যাচ্ছে। তাদের নেই কোন বদলীজনিত কর্ম ব্যস্ততার পরিবর্তন। সব মিলে এ যেন ব্যক্তিগত নিজ পরিবারের অধীনে সদস্য হয়ে থাকার মতো।বিশেষ করে এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ভাবে আলোচনা ও গুনজন উঠেছে। দাকোপ উপজেলায় বিশেষ করে এলজিডি কার্য-সহকারী মোঃ শরিফুল ইসলামের নামে দীর্ঘ দিন একই স্থানে থাকার বিষয় অভিযোগ উঠে। আর তখন এলজিডি অফিসে বিষয়টি পরিষ্কার ও জানার জন্য অনুসন্ধানে যায় গণমাধ্যমকর্মীরা। খবর নিয়ে জানা যায়, গত ২০০৯ সালের ১৮ তারিখ নভেম্বর দাকোপ উপজেলা এলজিডি অফিসে কার্য- সহকারী পদে যোগদান করেন। তারপর থেকে নিজের মতো একই স্থানে চাকরী করে নিজের সুবিধা হাসিল করে চলেছেন। এবিষয় অনেকে মন্তব্য করে বলেন, নেই কোন বদলী পরিবর্তনের ছোয়া। কি ভাবে বছরের পর বছর একই স্থানে চাকরি করে এরা! এছাড়া গোপন সুত্রে জানা গেছে, দাকোপ উপজেলা ছাড়া অন্যান্য টিকাদারের সহিত মোঃ শরিফুল ইসলামের সাথে খুব গোপনীতা ও সম্পর্ক আর কাজের বিষয় গভীরতায় মিলিত ঠিকাদারা। দায়িত্বরত কার্য-সহকারী মোঃ শরিফুল ইসলামের সাথে দফায় দফায় দিন তারিখ দেখিয়ে অফিসে সাক্ষাৎ করতে গেলে তাকে পাওয়া যায় না। সর্বশেষ ৯ নভেম্বর বেলা ১১ টা ৪২ মিনিটে তার মুটোফোনে বার বার কল করা হলে রিসিভ হয় না। এছাড়া এম জাহাঙ্গীর আলম প্রকৌশলী দাকোপ উপজেলা কর্মকর্তাকে বার বার কল করা হলে তিনিও ফোন রিসিভ করে না। এলজিডি কার্য সহকারীর দ্রুত বদলির জন্য এলাকাবাসি সুশীল সমাজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় টিকাদার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মোকলেছুর রহমান| প্রধান নির্বাহী সম্পদক: মোঃ ওলি উল্লাহ বার্তা ইমেইল: alorkhabor@gmail.com অফিস ঠিকানাঃ খাটাইল বাজার, পানখালী, দাকোপ খুলনা। মোবাইল: ০১৭৩০ ৬৫৮ ৭৪৯
ইপেপার