৯৯৯ তে কল করা মহূর্তে দাকোপ থানা পুলিশ হাজির
৯৯৯ তে কল করা মহূর্তে দাকোপ থানা পুলিশ হাজির
ডেস্ক রিপোর্টঃ গত ইং ১৫ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সময় রাত সাড়ে ৯টা প্রায়। দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার নতুন আর্মি পাড়া মহল্লা থেকে জরুরী ভিত্তিতে কল আসে,আমাকে বাঁচান। এমন মহূর্তে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়। জরুরী কর্মরত দাকোপ থানা পুলিশের একটি জরুরী টিম। জানা যায়, পাড়া মহল্লার এক গৃহবধূকে কুপ্রস্তাব ও অশ্লীলতার চেষ্টা করে লম্পট যুবক। এক পর্যায়ে গৃহবধূ ভয় পেয়ে যায়, যেহেতু তার স্বামী বাড়িতে ছিল না। ব্যবসায়ীক কাজে বাইরে ছিলেন। তাই গৃহবধূ কোন দিক না পেয়ে সে আত্মচিৎকার করে তার আত্নচিৎকারে পাড়া মহল্লার লোকজন জড়ো হয়। গৃহবধূ জানান,রেজাউল গাজী, পিং-হারুন গাজী,সাং- পারচালনা,৭নং ওয়ার্ড, দাকোপ খুলনা। আমার সাথে অসাদ আচরণের চেষ্টা করে। গৃহবধূ আরো বলেন,অবশ্যই আমি চিৎকার দিলে ওই মহূর্তে রেজাউল দৌড়ে পালিয়ে যায়। গৃহবধূর জবানবন্দি অনুযায়ী রেজাউল গাজীকে অনেক খোঁজাখুজি করে। কিন্তু,তাকে আর পাওয়া যায় না।পরে পুলিশ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নজরে দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আইনের পরমর্শ দেন।
( পর্ব নং ০১) এর পরে বিস্তারিত আসছে। পর্ব নং ০২।