৪৬ দিন পড়ে শরণখোলায় স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিনিধি:হারুন শেখ।।
সারাদেশে চলমান তীব্র তাপদাহের মধ্যে দেশের কিছু জায়গায় বৃষ্টি হলেও বাগেরহাট জেলায় এ বছর বৃষ্টির দেখা মেলেনি। মার্চ মাসের ২১ তারিখে এ বছরের প্রথম বৃষ্টি ও হালকা ঝড় হলেও এরপর কেটে যায় টানা ৪৬ দিন। এ সময় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত বৃষ্টির। বৃষ্টি না হওয়ায় সবুজ শ্যামল প্রকৃতি বিরুপ আকার ধারণ করে। এসময় শরণখোলায় ৩৭°-৩৯° ডিগ্রী এবং অনুভুত তাপমাত্রা ৪৫° হওয়ায় জনজীবন অতিষ্ট হয়ে পড়ে। বৃষ্টির প্রত্যাশায় শরণখোলার মুসলমান ধর্মাবলম্বীর ইস্তিস্কার নামাজ আদায় করে সৃষ্টি কর্তার কাছে বিশেষ দোয়া প্রার্থনা করে। অবশেষে টানা ৪৬ দিন পড়ে শরণখোলা জমিনে বৃষ্টির ছোয়া আসে। সোমবার বিকেলে মেঘাচ্ছন্ন আকাশই বার্তা দিচ্ছিলো বৃষ্টির। অবশেষে বিকেল ৫.৩০ এর দিকে প্রবল বৃষ্টিতে প্রকিতে তার চিরচেনা রুপে ফিরে এসেছে। প্রশান্তির বৃষ্টি হওয়ায় স্বস্তি জনমনেও। প্রকৃতির সবুজ শ্যামল রুপ আবারও ফিরে এসেছে।