৪৩তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশে অনির্বান সাহা

ডেস্ক রিপোর্টঃ অভিনন্দন সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন দাকোপ উপজেলার চালনার গর্বিত পিতা ধীরাজ সাহা ও গর্বিত মাতা দূর্গা রানী সাহার মেধাবী ও কৃতি সন্তান অনির্বান সাহা। দাকোপ বাসীর জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে, অনির্বান সাহা পররাষ্ট্র ক্যাডারে এই জব পাওয়ায় বিদেশের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবেন।ডিকেএসপি’র সাথে একান্ত আলাপচারিতায় অনির্বান সাহা বলেন, “পররাষ্ট্র ক্যাডার আমার কাছে স্বপ্ন ছোঁয়ার মতো।।আমার অনুপ্রেরণা আমার বাবা মা সহ পরিবারের আশীর্বাদ,আমার সহধর্মিনী ডা ঃ বৈশাখী রায় এর সাপোর্ট,শিক্ষকদের ভালোবাসা।সকলে আমার জন্য আশীর্বাদ করবেন।”উল্লেখ্য, স্থানীয় গৌরবময় বিদ্যাপিট চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, নটরডেম কলেজ থেকে সফলতার সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ভর্তিযুদ্ধে সফলতার স্বাক্ষর রেখে ভর্তি হন বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় বুয়েটে । অনির্বান সাহা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ,বুয়েট থেকে সিভিল স্নাতক শেষ করে বাংলাদেশ ব্যাংকের এডি হিসাবে বর্তমানে কর্মরত আছেন। এর আগে ৪১তম বিসিএস থেকে সড়ক ও জনপথ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।তার এই অসাধারণ ফলাফলের জন্য দাকোপ খুলনা শিক্ষা পরিবার ও আলোর খবর প্রকাশক সম্পাদক, সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে অনির্বান সাহাকে অভিবাদন ও শুভকামনা জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুনঃ