৪০ বোতল ফেনসিডিল ও ৪০ লিটার চোলাই মদসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
৪০ বোতল ফেনসিডিল ও ৪০ লিটার চোলাই মদসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার:-মোঃ শফিকুল ইসলাম (আকাশ) ঝিনাইদঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ আজিম-উল আহসান মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ ডিবি পুলিশের একটি আভিযানিক দল এসআই আবু সায়েম এর নেতৃত্বে ভিন্ন ভিন্ন দুইটি অভিযান পরিচালনা করেন। আসামি মোঃ মনু মিয়া (৪০)পিতা- মৃত নেকবার শেখ,সাং-বড়বাড়ি, থানা:মহেশপুর,জেলা:ঝিনাইদহকে ৪০ বোতল ফেনসিডিলসহ মহেশপুর থানাধীন বড়বাড়ি থেকে মো: ইসমাইল মিয়ার নির্মাধীন পাকা বাড়ির পিছনে বাঁশ বাগান হতে গ্রেফতার করেন এবং তাছাড়া অন্য একটি অভিযান পরিচালনা করে আসামি প্রবীর সাহা,পিং-মৃত প্রভল্য সাহা, সাং-চাকলাপাড়া,উপজেলা ও জেলা-ঝিনাইদহকে ৪০ লিটার চোলাই মদসহ ঝিনাইদহ পৌরসভাধীন জগর মোড় থেকে গ্রেপ্তার করে।