ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক জখম ও মারধরের শিকার হয়ে ১যুবক ভর্তি হয়েছে। থানায় অভিযোগ। ১৯ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টায় দাকোপ উপজেলার কালিকাবাটি বুড়িরডাবর লাউডোব এ ঘটনা ঘটে। জানা যায়,চিরঞ্জিত মন্ডল (২৪) এর নিকট একই এলাকার চায়ের দোকানদার বাসু সরদার ১২ টাকা পাওনা থাকে। গত কাল চিরঞ্জিত বাসু সরদারের দোকানে যায়।এবং পূর্বের বাকি ১২ টাকা চিরঞ্জিত মন্ডলের নিকট চায়।ওই সময় টাকা না থাকায় চায়ের দোকানদার বাসু সরদারের নিকট একদিনের সময় প্রার্থনা করেন। কিন্তু, তার কোন কথা না শুনে পাশে উপস্থিত একই এলাকার বাসিন্দা আকবার শেখ চায়ের দোকানদারকে টাকা আদায় করে দিবেন বলে এ মর্মে বলেন। ওই সময় শুরু হয় তুমুল তর্কবিতর্ক হাতাহাতি। চিরঞ্জিত আলোর খবরকে জানান, আমাকে বাসু সরদারের ইন্ধনে আকবার শেখ বেদম মারপিট ও জখম করেছে। তার বাম পাশের চোখে মারাত্মক ক্ষত জখম হয়েছে। এ ঘটনায় চিরঞ্জিত মন্ডল বাদী হয়ে দাকোপ থানা বরাবর ২ জনের নাম উল্লেখ করে একখানা অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার বিষয় জানার জন্য আকবার শেখ ও বাসু সরদারকে মুটোফোনে বার বার কল করা হলে বন্ধ পাওয়া যায়।

পোস্টটি শেয়ার করুনঃ