“হামুন ঝড়”মোংলা বন্দর থেকে কত দুরে?কখন আঘাত আনতে পারে!কে নাম দিলো?

মোকলেছুর রহমানঃ বঙ্গোপসাগর থেকে দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। আবহাওয়া অফিসের সর্বশেষ খবর অনুযায়ী, আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার পর মধ্যরাতের ভেতর যে কোনো সময় ঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।এবারের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘হামুন’। তবে এই নামকরণ কীভাবে হলো সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩টি দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত,পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। সাধারণত এই দেশগুলোর নামের আদ্যক্ষর অনুযায়ী পর্যায়ক্রমে নামের তালিকা তৈরি করা হয়। নামের ক্রম অনুযায়ী এবার বঙ্গোপসাগরে সৃষ্ট এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘হামুন’। ইন্টারনেট ঘেঁটে জানা যায়, ‘হামুন’ শব্দটি ইরানি। যার অর্থ ‘সমতল ভূমি’ বা ‘পৃথিবী’।ঘূর্ণিঝড় ‘হামুন’, নামকরণ যেভাবে হলো, কয়েক ঘণ্টার মধ্যেই আঘাত হানতে পারে হামুন। হামুনের পর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে ‘মিধিলি’। নামটি দিয়েছে মালদ্বীপ। মিয়ানমার তার পরের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘মিগজাউম’। এরপরের ঘূর্ণিঝড়টির নাম রিমাল। ওমান এই নামকরণ করেছে।এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় ‘হামুন’ বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। তবে শেষ মুহূর্তে এটি গতি বাড়ালে আগেই অতিক্রম শুরু করতে পারে।মঙ্গলবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হবে।‘ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে বরিশাল ও চট্টগ্রামের দিকে এগিয়ে আসছে। এর বাতাসের গতিবেগ ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় আবহাওয়া দপ্তর ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছে বলে জানান এনামুর রহমান। হামুন ঝড়ের খবরে খুুুুলনা জেলার দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নিয়েছেন।

পোস্টটি শেয়ার করুনঃ