হত্যা মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মোল্লা জাহাঙ্গীর আলম /খুলনা //মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পালাতক আসামী আত্মগোপনে থাকা শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেছে মোঃ ফজলুর রহমান ) কে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মামলা নং ০৭ তারিখঃ ১০/০৮/২০১১ জিআর-২৮৮/১১, এসসি-৫১/১২ ধারা-৩০২/৩৪ দন্ডবিধি।হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পালাতক আসামী মোঃ ফজলুর রহমান ফজলু (৪৫), পিতা- মোঃ আব্দুস ছালাম সাং চাঁচড়া থানা ও জেলাঃ যশোর, এ/পি- শশুর সাহেব আলীর বাড়ি সাং- হকপাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা সদর কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চুয়াডাঙ্গা থানার চৌকস আভিযানিক টিম।অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ইং ১২/০৯/২৩ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আরাফাত শেখ সঙ্গীয় ফোর্স সহ উক্ত মামলার প্রধান এবং মৃত্যুদন্ড প্রাপ্ত আলোচিত হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেন।তিনি চুয়াডাঙ্গা সদর থানার হকপাড়ার শশুর সাহেব আলীর বাড়িতে আত্মগোপনে ছিলেন।মামলা সুত্রে জানা যায়,২০১১ সালের ১০ আগোষ্ট বিকালে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার পরানপুর মাঠের একটি বেগুন খেতে ইজিবাইক চালক জহুরুল ইসলামকে গলা কেটে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় আসামীরা।গ্রেফতারকৃত আসামী অন্যন্য আসামীদের মধ্যে প্রধান ভুমিকা পালন করে আত্মগোপনে চলে যায়।মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর আসামীদের নামে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপ পরিদর্শক মোঃআরিফুর রহমান।পরে ৩০ জন স্বাক্ষীর মধ্যে ৯ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে গত ইং ৩০/০৮/২৩ তারিখ গ্রেফতারকৃত আসামীকে মৃত্যুদন্ড প্রদান করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জনাব, মোঃ মাসুদ আলী।

পোস্টটি শেয়ার করুনঃ