ডেস্ক রিপোর্টঃ শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষক মানুষ গড়ার কারিগর, শিক্ষা গুরুর মর্যাদা থেকে আমরা শিখেছি, শিক্ষককে শ্রদ্ধাভক্তি করা সব চেয়ে বড় আদর্শ। তাই তো কবি বাদশাহ আলমগীরকে নিয়ে বুঝিয়েছেন, শিক্ষক অমানুষকে মানুষ করে।বর্তমান যুগে শিক্ষক শিক্ষিকার আচার-আচরণে ছাত্র-ছাত্রীরা কি শিখছে?বলতে গেলে বুক ফেটে যায়। বলতে গেলে দুঃখ হয়।ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুলে এক শিক্ষিকা রূপচর্চা করায় তাকে কামড় দিয়ে আহত করেন প্রধান শিক্ষিকা।এ ঘটনার রেশ কাটতে না কাটতে আরো একটি স্কুলে এক শিক্ষিকার দেরিতে আসার দায়ে তাকে ঘুষি মেরেছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ ঘটনার দৃশ্য যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।আগ্রার সিগানা গ্রামের একটি পাক- প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষিকাকে শুধু মারধর নয়,জামা কাপড় ছিড়ে ফেলারও অভিযোগ আনা হয়েছে ।ভিডিওতে দেখা যায় মারধরের এক পর্যায়ে ওই শিক্ষিকা অধ্যক্ষের হাত থেকে বাঁচতে চেষ্টা করেন।।এ সময় অন্যারা এসে তাদের থামানোর চেষ্টা করেন। এ ঘটনায় ওই শিক্ষিকা আহত হয়েছেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। ধারণ করা ভিডিওতে পরিষ্কার শোনা যায় ম্যাডাম যে কাজ করছে, তাতে তার সুবিধা হবে না। শিক্ষিকাকে মারধরের ঘটনায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ