সৌদি আরবের দিক খেয়াল রেখে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতি
ডেস্ক রিপোর্টঃ পবিত্র মাহে রমযান শেষের দিকে। আসন্ন ঈদুল ফিতরের সুভাস মুসলমানদারের ঘরে ঘরে। বয়ছে আনন্দের জোয়ার নতুন কাপড়ের ছোয়া। আর রূপসীর নতুন রূপে সাজ। সব মিলে ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ ৮ এপ্রিল রোজ সোমবার অর্থাৎ ২৮ রমাযান। পবিত্র ঈদুল ফিতর মাত্র আর কয়েক দিন বাকী। কবে হতে পারে ঈদ? এটা কেহ সুনির্দিষ্ট ভাবে বলতে পারা কঠিন। তাই আলেম উলামায়ের মতে ২৯ টি রোজা হলে বুধবার পবিত্র ঈদুল ফিতর আর ৩০ টি হলে বৃহস্পতিবার। এখানে একটি বিষয় পরিষ্কার পৃথিবীর ভূগোলিক নিয়মে সৌদি আরবসহ পৃথিবীর মধ্যপ্রদেশ গুলোতে বাংলাদেশের জায়গা বা স্থান থেকে এক দিন পূর্বে চাঁদ দেখাতে পায়। সে তুলনায় বাংলাদেশসহ এশিয়া মহাদেশের মুসলিমেরা সাধারণত এক দিন পরে ধর্মীয় সকল নিয়ম-কানুন পালন করে।তাই আজ সন্ধ্যায় সৌদি আরবে চাঁদ দেখা গেলে ঈদুল ফিতর মঙ্গলবার,আর বুধবার বাংলাদেশের মুসলিমেরা পালন করবে।এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা বলছে, সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে এ বছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে ২৯টি রমজান হবে। আজ চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পূর্ণ হবে। সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল।