ডেস্ক রিপোর্টঃ সুন্দরবনে পাস বিহীন প্রবেশ ও অসাদু জেলেদের বিষ প্রয়োগে মাছধরা দিন দিন বেড়েই চলেছে।খুলনা জেলাসহ কয়েকটি জেলা ঘেঁষে বাংলাদেশের ম্যানগ্রোভ সুন্দরবন সৌন্দর্যের সেরা আকর্ষণীয় বন। যা পৃথিবীর কাছে খুব পরিচিত একটি নাম। এই সুন্দর বনের সৌন্দর্য দিন দিন বিলুপ্তের পথে। কিছু অসাদু জেলে ও বন বিভাগের পাশ বিহীন বহিরাগত লোকের অনাধিকার প্রবেশে। সুন্দর বন চরম ক্ষতির দিকে চলে যাচ্ছে। বর্তমানে কিছু নামধারী জেলের নাম ব্যবহার করে। এবং তারা গভীর সুন্দর বনে গহীনে প্রবেশ করে। ক্ষতিকারক বিষ প্রয়োগ করে ছোট বড় মাছ ধরার চেষ্টা লিপ্ত। এ বিষ প্রয়োগে শুধু মাছের ক্ষতি নয়। সেই সাথে কাঁকড়াসহ পশুপাখি জীব জানোয়ারগুলো জীবন হারাচ্ছে।
এ বিষয় দাকোপের সুন্দর বন ডাংমারী পরেষ্ট স্টেশনের এক কর্মকর্তা আলোর খবরকে জানান, প্রতিদিন লোক প্রবেশ করছে। তারা বিভিন্ন জীবিকায় নিয়োজিত।যেমনঃ মধু সংগ্রহ, কাঁকড়া ধরা, মাছ ধরা, সুন্দর বনের গোলপাতা সংগ্রহ। এর মধ্যে কিছু লোক আছে। একটি বিষয়ের উপর পাশ গ্রহন করে এবং ভিতরে প্রবেশ করে। অন্যায় ভাবে বিভিন্ন অপকৌশল ব্যবহার করে। এবং জড়িয়ে পড়ে অপরাধ মুলক কর্মকান্ডে। এ ছাড়া ঐ সময়ে উপস্থিত জেলেদের কাছে গেলে তারা আলোর খবরকে জানান, যারা বিষ দিয়ে মাছ ধর তাদের চক্র খুব শক্তিশালী আর স্থানীয় ক্ষমতাধর। তাদের বিরুদ্ধে কেহ কথা বলে না। তারা সুন্দর বনের গভীরে প্রবেশ করে এক ঘন্টা বা তার কম সময়ের মধ্যে অসাদু উপায়ে মাছ ধরে সরে পড়ে। এতে করে জীববৈচিত্র চমর ক্ষতি হচ্ছে। বলতে গেলে দিন দিন মাছের সংখ্যাও কমতে শুরু করেছে। সব মিলে আমাদের সকলে সচেতন ও এগিয়ে আসলে এ অবৈধ প্রবেশ ও বিষ প্রয়োগ বন্ধ হওয়া সম্ভব বলে মনে করি।

পোস্টটি শেয়ার করুনঃ