সুজা ভাইকে ভুলবো না, ভুলি নাই! আলোর খবরের বিনম্র শ্রদ্ধা
খুলনা জেলার বুকে আর এমন মানুষ আসবে না ফিরে। তার স্মৃতিতে রয়েছে সকল মানুষের ভালো বাসার স্মৃতি গাঁথা। সত্যি তুমি ছিলে, ছোট বড় সকলের অভিভাবক। আমরা তোমাকে ভুলবো না। পরোপারে তুমি ভালো থেকো নেতা।
দাকোপ উপজেলার সর্ব প্রথম একমাত্র নিউজ পোর্টাল আলোর খবরের পক্ষ থেকে সুজা ভাইয়ের ৫ম তম মৃত্যু বার্ষিকীতে আমি প্রকাশক সম্পাদক ও সকল কর্মচারীবৃন্দসহ প্রতিনিধিদের বিনম্র শ্রদ্ধা জানাই।
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলার কৃতি সন্তান, সিংহ পুরুষ রাজনৈতিক সাহসী নেতা, জনতা এস এম মোস্তফা রশিদী সুজা ভাইয়ের আজ ২৭ জুলাই ৫ ম তম মৃত্যু বার্ষিকীতে আলোর খবরের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
তাছাড়া আজ দিনটিকে স্বরণে রেখে যথাযথ মর্যাদায় খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দিনটিকে বিনম্র শ্রদ্ধায় স্বরণ করছে।