সাপে কাটা আরেকটা রোগীকে বাঁচালেন ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকেরা।
আপডেটঃ জুলাই ৬, ২০২২ | ৯:৪০
117 ভিউ
ঝিনাইদহ সদরের চন্ডিপুর গ্রামের মসলেম উদ্দীন নামের এই বৃদ্ধাকে রাতে খৈয়া গোখরায় কামড় দেয়। এবং তার মধ্যে সাপে কাটার সমস্থ লক্ষণ প্রকাশ পায়। যথাসময়ে হাসপাতালে আসায় ডাঃ রাজিব চক্রবর্তীর তত্বাবধানে তাকে এন্টিভেনম দেওয়া হয় এবং তিনি এখন বিপদমুক্ত এবং সুস্থ আছেন।
সাপে কাটলে প্রথম ঘন্টায় হাসপাতালে নিন! শতভাগ জীবন রক্ষা করুন।