সাংবাদিক রুমান আহম্মেদের কন্যা রুমানা ঋতুকে আলোর খবরের পক্ষ থেকে অভিনন্দন
আপডেটঃ জুলাই ২৮, ২০২৩ | ৫:৫৬
130 ভিউ
সাংবাদিক রুমান আহম্মেদের কন্যা রুমানা ঋতুকে আলোর খবরের পক্ষ থেকে অভিনন্দন
**কামরুল ইসলাম গাজী**
দাকোপ রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সাংবাদিক মোঃ রুমান আহম্মেদ এর কন্যা রুমানা ঋতু এস এস সি পরীক্ষায় এ+ পেয়েছেন।
দাকোপ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাংবাদিক রোমান আহম্মেদের কন্যা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চালনা বাজার সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে, এ+ পেয়ে সকলের মুখউজ্জ্বল করেছেন।
এ গৌরব অর্জনে দাকোপ রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক রুমান আহম্মেদ এর পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষক ও সহযোগিদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিক রুমান আহম্মেদ সকলের নিকট মামুনি রুমানা ঋতুর
জন্য দোয়া চান।