সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে পরে সাংবাদিককের কাছে ক্ষমা চাইলেন শিশুর বাবা
সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে পরে সাংবাদিককের কাছে ক্ষমা চাইলেন শিশুর বাবা
ডেস্ক রিপোর্ট
মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী তপনের বিরুদ্ধে অভিযোগের বিপরীত ভাষ্য দিয়েছেন শিশুর পরিবার।
তপন তরফদার নিহারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়ে ছিল, সকল অভিযোগ ও তথ্য তদন্তে মিথ্যা ষড়যন্ত্র মুলক বলে প্রমানিত হয়েছে।
তপনকে হেয় প্রতিপন্ন ও মানসম্মান নষ্ট করতে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে, তপনের পরিবার জানান।
জানা যায়, গত ইং২৪ জুন সকাল ১০ ঘটিকার সময় তপনের বিরুদ্ধে সকল অভিযোগের বিষয় স্থানীয় ভাবে শিশুর পরিবার ও তপনের পরিবারের সাথে বিষয়টি মিমাংসা হয়। এ সময়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
শিশুর বাবা বলেন,তপন আমার জামাই,সে আমার আত্মীয়। তার সাথে আমার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আরে বলেন,আমি তপনের বিরুদ্ধে যে অভিযোগ করেছি, আমি সকল অভিযোগ প্রত্যাহার করলাম। তপনের ভবিষ্যৎ জীবন সুখময় ও শান্তি কামনা করি।
এ বিষয় তপন বলেন, আমি সৎ সরল মন নিয়ে সবার সাথে মিশে চলি। সবাইকে আপন ভাবি। কিন্তু,আজ আমি অত্যন্ত দুঃখীত।
তপন আরো বলেন, সে আমার ছোট বোন। সে স্নেহময় আদর সব সময় আমার দৃষ্টিতে। তাকে জড়িয়ে এমন মিথ্যা তথ্য প্রচার করা ঠিক হয়নি।
এমন ঘটনায় সাংবাদিক ও প্রশাসনের পক্ষ থেকে শিশুর পরিবারকে সতর্ক করে দেন। পরবর্তীতে যেন কাউকে নিয়ে এমন মিথ্যা তথ্য প্রচার না করা হয়।
এলাকাবাসি এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তপন একজন ভালো মনের শান্ত প্রকৃতির মানুষ। সে সকলের সাথে হাসিখুশির জীবন যাপনে পরিচিত।