মোকলেচুর রহমানঃ দাকোপ উপজেলার বিভিন্ন জায়গায় খাল-বিল,নদী-নালা সরকারী জায়গা দখল মুক্ত করতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে, দাকোপ উপজেলা প্রশাসন। গত ইং ৮ মে বৃহস্পতিবার সকাল ১১টায় এক জরুরি সভায় দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন ও দাকোপ উপজেলা(ভূমি) সহকারী কমিশনার মোঃ জুবায়ের জাহাঙ্গীর। জানা যায়, কয়েক মাস ধরে তরমুজ চাষ ও শুকনো মৌসুমের প্রভাবে উপজেলার বিভিন্ন ছোট বড় খাল বিল নদী নালা শুকিয়ে চৌচির হয়ে আছে। সেই সুযোগে অনেকে বাড়ির সামনে, আনাচকানাচে, সরকারী জায়গা দখলে মেতে উঠেছে।উপজেলার বিভিন্ন স্থানে সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়,খাল বিল দখলের চেষ্টায় বেশির ভাগ সরকারী চাকরি জীবি,শিক্ষক, ডাক্তারসহ স্থানীয় প্রভাবশালী মহলের চক্র। এর মধ্যে সব চেয়ে বেশি দখলের চিত্র ভেসে ওঠেছে, বাজুয়ার খাল, কৈলাশগন্জ ইউনিয়নের ত্রীমহনীর খাল ও বানিশান্তা টিএ ফারুক বাজার সংলগ্ন  খাল। এ দু’খালের কয়েক স্থানে গিয়ে দেখা যায়, কৃটি গ্যারেজ,বোড বাড়ি বাজার সংলগ্ন,তাপস গাইন,পিং সুদীপ গাইন,সাধন,পিং অবনী জমি দখলে সহযোগী ডাঃ সমিত। তথ্য সংগ্রহ কালে ওই সময় এলাকার ডাঃ সমিত নামের একজন, গণমাধ্যমকে বলেন, সাধন, পিতা- অবনীর বিষয় আমি এসিল্যান্ডের সাথে কথা বলেছি, এবং প্রয়োজনে আবারও বলবো। এ ছাড়া তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় একাধিক জায়গায় ইউপি সদস্যদের সহযোগী প্রকাশ পায়।
পোস্টটি শেয়ার করুনঃ