চালনা পৌরসভার সরকারি রাস্তা ছিদ্র করে চলছে বালুর ব্যবসা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার চালনা আছাভূয়া বাজারের মেরিন কোম্পানির দক্ষিণ পাশের সরকারি ওয়াপদা রাস্তা ছিদ্র করে চলছে অসাধুদের বালুর ব্যবসা।

 

গত ইং ২৬ এপ্রিল রোজ বুধবার সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, চালনা পৌরসভা হইতে পোদ্দারগঞ্জ ঘাট ও দাকোপ ঘাট সহ চলাচলের একমাত্র সরকারি রাস্তা ছিদ্র করে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে অসাধু কিছু ব্যবসায়ীরা।

 

কোম্পানির আশেপাশে খবর নিয়ে জানা যায় ও দেখা যায় কিছু গরিব অসহায় পরিবার নদীর চরে সরকারি রাস্তার পাশে অসহায়ত্ব জীবনযাপন করছেন।

 

এই অসহায়ত্বদের জীবনযাপনে ও পরিবার নিয়ে খুব কষ্টের মাঝে জীবন যাপন করলেও শান্তিতে বসবাস করছিলেন।

 

কিন্তু এখন তাদের জীবন যাপন করা ও বসবাস করা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অসহায় পরিবারগুলো এমনটা জানিয়েছেন সাংবাদিকদের।

 

তাছাড়া চলাচলের জন্য জনসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

 

ওই এলাকার অবস্থান কারী অসহায় পরিবার গুলোর নিকট জানতে চাওয়া হল এখানে ওয়াপদা রাস্তা ছিদ্র করে। কারা বালু উত্তোলনের ব্যবসা চালিয়ে যাচ্ছে?

 

জবাবে কেহ এ ব্যাপারে ব্যবসায়ীদের নাম বলি নাই। তাছাড়া এলাকার কেহ ভয়ে তাদের নাম বলতে চাই না।

 

পরবর্তীতে সরকারি রাস্তার ছিদ্র অনুযায়ী উক্ত স্থানে খোঁজ নিয়ে দেখা যায়। পাইপ লাইন প্রস্তুত থাকলেও সেখানে কোন লোকের দেখা মেলেনি।

 

পরে স্থানীয় এক দোকানদার জানান, এই বালু উত্তোলন ও বালু বিক্রি এর কাজে পরিচালনা করেছেন মোঃ রফিকুল ইসলাম।

 

তিনি সাংবাদিকদের বলেন, উপরে যোগাযোগ করে তিনি সব কিছু করছেন।

তিনি আরো বলেন, মাঝে এসইল্যআন্ড মহদায় এসে কাজ বন্ধ করে দিলেও এক ঘন্টা বন্ধ থাকার পরে আবার চালু করা হয়।

 

এমন পরিস্থিতিতে এলাকাবাসী ও জনসাধারণ দুঃখ প্রকাশ করে সাংবাদিকদেরকে জানিয়েছেন,

 

যদি এভাবে ফাইভ লাইন দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করতে থাকে তাহলে ওয়াপদা রাস্তাও থাকবে না এবং গরিব অসহায় পরিবার গুলোর বসবাস করা অসম্ভব হয়ে পড়বে।

 

তাই এ অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুনঃ