শ্রী ননী গোপাল মন্ডলের চালনার জনসভা জনসমুদ্রে
শ্রী ননী গোপাল মন্ডলের চালনার জনসভা জনসমুদ্রে
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামীলীগের খুলনা-১ আসনের দাকোপ-বটিয়াঘাটার জননেতা শ্রী ননী গোপাল মন্ডলের নৌকা প্রতীকের বিশাল জনসভা জনসমুদ্রে অনুষ্ঠিত হয়েছে। গত ইং ৪ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চালনা পৌরসভার আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়“জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত হয়। উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এ বিশাল জনসভা হাজারও নেতাকর্মীর মিছিলে মিছিলে জনসমুদ্রে রূপ নেয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী,প্রধান বক্তা জনপ্রিয় ব্যক্তিত্ব শ্রী ননী গোপাল মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন,খুলনা জেলা আওয়ামী লীগ,ও বটিয়াঘাটা-দাকোপ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জনসভাকে সামনে রেখে দাকোপ উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন ওয়ার্ড থেকে একাদিক মিছিল আসতে থাকে। নেতাকর্মীরা ঢোলঢালি বাজনা বাজিয়ে নৌকার পক্ষে মঞ্চে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।