শেখ জাহিদুর রহমান মিল্টন শেখ সোহেলের পক্ষে মন্দিরে মন্দিরে
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৩ | ৮:৪৫
48 ভিউ
শেখ জাহিদুর রহমান মিল্টন শেখ সোহেলের পক্ষে মন্দিরে মন্দিরে
ডেস্ক রিপোর্টঃ দাকোপের মানবিক মানুষ শেখ জাহিদুর রহমান মিল্টন সনাতন ধর্মাবলম্বীদের শ্বারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন। ধর্ম যার যার উৎস সবার। খুলনার দাকোপ উপজেলা মানুষ শান্ত প্রিয় সহজ সরল প্রকৃতির। এ উপজেলা জুড়ে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের একাদিক বসতি। হিন্দু মুসলিম বৈদ্য, খ্রিস্টান, সকলে মিলে মিশে রয়েছে। নেই কোন হিংসা অহংকার। ধর্মীয় কোন উৎসব হলে দেখা যায় একতার এক চিত্র। হোক সেটা যে ধর্মেরই। যেন এক ভালো বাসায় মিশে আছে দাকোপের সকল গোষ্ঠী। সনাতন ধর্মের মহা উৎসব শ্বারদীয় দূর্গ পূজা শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। উপজেলা গুলোতে মন্দিরে মন্দিরে ব্যপক চলছে আয়োজন প্রস্তুতি। মহা ধুমধামে এবার অন্য বারের তুলনায় আরো উন্নত ডিজিটাল নিয়মে। এ বছর বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে প্রস্তুত। দাকোপ উপজেলার বেশ কিছু মন্দির ঘুরে দেখা গেছে, দাকোপ উপজেলা প্রশাসনিক বাহিনী,পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আগাম প্রস্তুতি নিয়ে মন্দিরে মন্দিরে তারা অবস্থান করছে। এবার পূজার সকল সার্বিক নিরাপত্তার জন্য দাকোপ উপজেলা প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছে। এর মধ্য দিয়ে দাকোপের অনেক নেতাকর্মী ও খুলনা -১আসনের মনোনয়ন প্রত্যাশী অনেকে বিভিন্ন পূজার মন্ডবে খোঁজ খবর নিয়েছেন। এর মধ্যে শেখ সোহেল উদ্দিনের পক্ষে মানবিক মানুষ, দাকোপ উপজেলা আওয়ামী লীগ কর্মী, দাকোপ উপজেলা ব্লাডব্যাংক উপদেষ্টা, দাকোপের একাদিক মানবিক সংগঠনের রাজ নায়ক শেখ জাহিদুর রহমান (মিল্টন) মন্দিরে মন্দিরে খোঁজ খবর নিয়েছেন। জাহিদুর রহমান মিল্টন আলোর খবরকে জানান, আমি জাহিদুর রহমান মিল্টন যত দিন বেঁচে আছি, মানবতার সেবা করতে চাই। তিনি বলেন, আমি বড় নেতা হতে চায় না, আমি মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যেতে চাই। ধর্ম সবার কাছে যার যার সম্মানের আর শ্রদ্ধের। তাই ধর্মীয় উৎসবগুলো সফল ভাবে সুন্দর আয়োজনে করার লক্ষে আমার পক্ষ থেকে সকল সহযোগীতা আপনারা পাবেন । তাছাড়া আমার নেতা শেখ সোহেল উদ্দিনের জন্য দোয়া আশীর্বাদ চাই সকলের নিকট। তিনি শেখ পরিবারের একজন সহজ সরল মানবিক মানুষ। গরীব অসহায় মানুষের দরদীর এক নাম শেখ সোহেল। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আদর্শ নিয়ে এগিয়ে চলেছেন। ইতি মধ্যে প্রিয় নেতার নামে জোয়ার উঠেছে। দাকোপ-বটিয়াঘাটার সাধারণ মানুষ প্রিয় নেতা শেখ সোহেল উদ্দিনকে এমপি হিসেবে দেখতে চায়।