শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এদের যত্ন নিতে হবে, একজন মা’ই পারে সুন্দর জাতি উপহার দিতে-ওসি সিরাজুল


ডেস্ক রিপোর্টঃ দাকোপের সেরা কিন্ডারগার্টেন চিলড্রেন পার্ক স্কুলের২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় দাকোপ উপজেলা চালনা সেরা কিন্ডারগার্টেন চিলড্রেন পার্ক স্কুলের দ্বিতীয় সমায়িক পরীক্ষার ফলাফল সভা কক্ষকে অভিভাবকদের সামনে প্রকাশ করেন। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নব নিযুক্ত দাকোপ থানা অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সম্মানীত অতিথি হিসেবে খুলনা সোয়াট চিলড্রেন স্কুলের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা রহমান, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দ,অভিভাবক বৃন্দ এবং অত্র স্কুলের শিক্ষক,শিক্ষিকা।জানা যায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেষ কাজে ভারতে থাকায়। ভিডিও এর মধ্যেমে যোগদেন। তার অনুপস্থিততে অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র চিলড্রেন পার্ক স্কুলের সহকারী প্রধান শিক্ষক সজীব সরকার।