ডেস্ক রিপোর্টঃ শিক্ষা জাতির মেরুদণ্ড! এমন জীবন করিও গঠন! মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভূবণ! কোথায় হারিয়ে গেল? নম্রতা ভদ্রতা? নেই গুরুভক্ত।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর পায়ের লাথির আঘাতে বটিয়াঘাটা উপজেলার বারআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জয় তরফদার (১৪) গুরুতর অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়,(১৯ মে) সোমবার স্কুল ছুটির সময় বন্ধু ইব্রাহিম শেখ ও জয় তরফদারের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে জয়ের বুকে লাথি মারে ইব্রাহিম। সে তখন মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়, তাৎক্ষণিক খবর পেয়ে শিক্ষক এবং স্থানীয়রা তাকে প্রথমে পল্লী চিকিৎসকের নিকট নিয়ে যায়। জয়ের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়। ইব্রাহিম ওই এলাকার বারআড়িয়া গ্রামর আজিজুর শেখের পুত্র। এঘটনার বিষয় উল্লেখ করে সাবেক প্রধান শিক্ষক নিরঞ্জন গোলদার বলেন, আমাদের সময় শাসন ছিলো।ছেলে মেয়ে ভয় পেতো! যে কারণে এ ধরণের কোন ঘটনা তখন ঘটেনি। স্থানীয় পল্লী চিকিৎসক অসিত বরণ মন্ডল বলেন, জয়ের বুকে ও মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। যে কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, এমন ঘটনা কখনো ঘটেনি, তাছাড়া এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে পাঠিয়েছি।বিদ্যালয়ের শিক্ষকরা তার সাথে আছেন। তার চিকিৎসার জন্য যাহা যাহা করণীয় অবশ্যই আমরা প্রস্তুত। অন্য দিকে ভুক্তভোগী শিক্ষার্থী জয় তরফদারের পিতা-দেবাশিষ তরফদার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবী করেন।

পোস্টটি শেয়ার করুনঃ